স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
একযোগে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫৩ জন ছাত্র-ছাত্রীর জন্য মিড ডে মিলের শুভ উদ্বোধন করেছেন ক্রিড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার এমপি। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া উপজেলা পরিষদে মিড ডে মিলের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা প্রমুখ।
ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, আজকে এই অনুষ্ঠানে দাড়িয়ে একযোগে ১০২টি স্কুলের ১৭০৫৩ জন ছাত্র-ছাত্রীর জন্য মিড ডে মিলের শুভ উদ্বোধন করছি। আমরা প্রত্যেকটি স্কুলে প্রতিদিন মিড ডে মিলের ব্যবস্থা করার চেষ্টা করছি। এজন্য স্কুলগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে। যাতে করে প্রতিদিন স্কুলে এসে ছাত্র-ছাত্রীরা দুপুরে খেতে পারে। তাহলে স্কুল থেকে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ করা যাবে।

 

রূপক আইচ/ মাগুরা/ ১ ডিসেম্বর ১৬