মহম্মদপুরে দ্রুতগামী বাস কেড়ে নিল ইজিবাইক চালকসহ ২টি প্রাণ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে আজ রবিবার দুপুরে দ্রুতগামি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সা (ইজিবাইক)’র চালকসহ ২জন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে আওনাড়া গ্রামের ছালাম মোল্যার ছেলে রাব্বি (২২) ও বিনোদপুর গ্রামের রশিদ মোল্যার ছেলে জসিম (২৪)। জানা গেছে, বেলা ১২টার দিকে মাগুরা থেকে এমপি ক্লাসিক নামে একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীতমুখি যাত্রীবাহি ইজিবাইকে কে সামনে থেকে চাপা দিয়ে সেটি নিয়েই পাশের খাদে পড়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ইজিবাইকের চালক রাব্বি ও জসিম এবং ইজিবাইকের অপর দু যাত্রী ও বাসের যাত্রীরা আহত হয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ারসার্ভিসের সদস্যরা তাদেরকেRead More