বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ মাগুরা জেলা পরিষদ এর নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পংকজ কুন্ডুসহ ২ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রানা আমির ওসমানের মনোনয়নপত্র জমাদান।      -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রানা আমির ওসমানের মনোনয়নপত্র জমাদান। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আনিসুর রহমান খোকন। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আনিসুর রহমান খোকন। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

দুপুরে জেলা আওয়ামীলীগের প্রার্থী পংকজ কুন্ডু জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামীলীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। একই সময় সদস্য ও নারী সদস্য পদে প্রায় ৩০জন মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীরা নির্বাচিত হলে জেলার উন্নয়নে নিজেদের ভূমিকা নেয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

magura-jella-porishad-election-pic-2
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন কামরুল লায়লা জলি -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

অন্যদিকে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি, বিকাল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান। অন্যদিকে সাধারণ সদস্য পদেও একাধিক বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেয়ার খাবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান চলছে।

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ২১ টি পদের ভোট দেবেন  ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভার সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।

 

রূপক আইচ/মাগুরা/১ ডিসেম্বর ১৬