শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মা-শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব রক্ষায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সেমিনার আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলার তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন । অনুষ্ঠানে বক্তারা মা-শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব রক্ষায় বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোকপাত করেন। এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) সালমা সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াচুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রাণী মল্লিক, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী প্রমুখ।

উল্লেখ্য, কর্মশালায় শিক্ষক, চেয়ারম্যান,সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

 

রূপক আইচ, ২১ সেপ্টেম্বর ১৬