জরুরী আবশ্যক

 

মাগুরা সডিয়াম সিলিকেট এন্ড এনার্জি লি: পাতুরিয়া, রামনগর, মাগুরা এর আওতায় সিলিকেড, এক্টিভেটেড কার্বন, ও বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্টে নিম্ন লিখিত ডাইরেক্টর ও ম্যানেজার পদে শর্ত সাপেক্ষে লোক নিয়োগ করা হবে।

ডাইরেক্টর প্রত্যেক প্রজেক্টের প্ল্যান্টের জন্য জন করে।
     প্রত্যেক ডাইরেক্টরের জন্য ,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা করে প্রারম্ভিক টাকা জমা দিতে হবেবোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী % শেয়ার দেওয়া হবে এবং শেয়ারের লভ্যাংশ প্রত্যেক
বৎসরে  দেওয়া হবে 

   ম্যানেজার প্রত্যেক প্রজেক্টের প্ল্যান্টের জন্য জন করে ম্যানেজার নিয়োগ দেওয়া হবে  শিক্ষাগত  যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেক্টট্রিকমেকানিক্যাল সিভিল হতে হবেপ্রত্যেক ম্যানেজারকে ,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জামানত দিতে হবে

অন্যান্য বিষয়গুলো আলোচনা সাপেক্ষে বলা হবে।
যোগাযোগঃ ০১৭১৩-০৬৬৬১৬, ০১৯২৫-৯৯৩৬০৭
mail- magurasodium@gmail.com,   matrifeed@gmail.com

bio-gas-power-plant-copy
বিজ্ঞা: ০৬/১৬