বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরা জেলা যুব ইউনিয়ন ও জেলা গণফোরামের সাবেক সভাপতি বিশিষ্ট বামপন্থী নেতা অহিদুল হকের জানাজা আজ শুক্রবার দুপুরে তার নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ ২৪) সন্ধ্যা ছয়টার দিকে তিনি মাগুরা সদর উপজেলার পূর্ব বাড়িয়ালা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বৃহত্তর যশোর জেলা ছাত্র ইউনিয়ন পুনর্মিলনী কমিটির আহবায়ক মাহবুব মজনু, যশোরের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দেবাশীষ রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, জেলা সিপিবি সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, সহ-সভাপতি এবিএম আসাদুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব রূপক আইচসহ অন্যরা।
মাগুরা