বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫হাজার ৫শত কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১কেজি করে পাটবীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। আজ বুধবার (২০মার্চ২৪) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে উন্নত জাতের পাটবীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: রেজাউল ইসলামসহ অন্যরা। উন্নত জাতের বিএডিসির তোষা জাতের এ পাটবীজ বপনে নকল ও মানহীন পাট রোপনের ক্ষতি থেকে কৃষক বাচবে বলে আশা করেন সংশ্লিষ্ঠরা।
রূপক/ মাগুরা