শাহিনুর আহমেদ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নাকোল রাইচরণ উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ সালের এসএসসি ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে মাগুরায় আসছেন খ্যাতিমান ৫ সংগীত শিল্পী। আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেল থেকে স্কুলের মাঠে স্থাপিত মঞ্চে তাদের সংগীত পরিবেশনা মুগ্ধ করবে ওই এলাকার হাজারো দর্শককে।
ইতিমধ্যে আয়োজকরা শেষ করে এনেছেন আয়োজনের প্রস্তুতি। এলাকার সর্বস্তরের মানুষ এখন অধীর আগ্রহে আছেন অনুষ্ঠান উপভোগের। আর আয়োজক ব্যাচের প্রাক্তন ছাত্ররা তো মুখিয়ে আছেন স্বপরিবারে একটি অনবদ্য দিন কাটাতে।
ইতিমধ্যে স্বনামধন্য শিল্পী লুইপা, স্মরণ, উদয়, খায়রুল ও নাজমুল এর সঙ্গে আয়োজকদের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। যশোর থেকে আসছে মেগা সাউন্ড সিস্টেম। অনুষ্ঠানকে আরো রঙ্গীন করতে আয়োজকদের দিনভর থাকবে নানা চমক। এসব চমকের তাৎক্ষনিকতা সৃষ্টির জন্য এখুনি সেগুলি প্রচার করছেন না তারা।
অনুষ্ঠান উপলক্ষে নাকোলসহ ওই এলাকার বাড়ি বাড়িতে চলছে উৎসবের আবহ। ঈদের আনন্দের সাথে এ উৎসবের আনন্দ একত্রিত হয়ে এখন তা ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে একে একে বাড়ি ফিরছেন এলাকার ছেলেরা। তারা লেগে পড়েছেন নিজ নিজ দায়িত্ব পালনে।
এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাগুরার প্রথম ২৪ ঘন্টা সক্রিয় অনলাইন পত্রিকা মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম ।
সম্পাদনা: রূপক আইচ, ১০ সেপ্টেম্বর ১৬