বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা পিটিআই সংলগ্ন পরিক্ষণ বিদ্যালয়ে করোনা মহামারি কাটিয়ে বছরের প্রায় আড়াই মাস পর স্কুলের প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। প্রথম দিনের সশরীরে ক্লাসে পিটিআই সংলগ্ন পরিক্ষণ বিদ্যালয়ের শিশুদের হাতে চকলেট ও বেলুন তুলে দিলো কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল থেকে শিশুদের ছিল উৎসবের আমেজ। মাগুরা পিটিআই এর সুপার শাহিদা খাতুন এর নেতৃত্বে ইন্সট্রাকটর ও শিক্ষকবৃন্দ শিশুদের স্কুল জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেন। নতুন স্কুল ড্রেস পরে শিশুরা ক্লাসে এসে শিক্ষকদের এমন আনন্দময় আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। 275791416_1617971961874585_2859034686993218838_n
উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৫ মার্চ ) থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বশরীরে স্কুলে হাজির হয়ে ক্লাস করার ঘোষণা দেয় সরকার।

রূপক / ১৫ মার্চ ২২