বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার ৭৭০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ১১লাখ ২৫ হাজার ৪৬৬টি বই বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে বিভিন্ন স্কুলে পৃথক পৃথক বই উৎসবের মাধ্যমে এই বই বিতরণ করা হয়।

 

সকাল ১০টায় শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ে এ বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহোল আমিন, স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা আরজু।

জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান বই বিতরণ করেন শহরের স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলে। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান বই বিতরণ করেন শহরের স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলে। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছর যাবত বছরের প্রথম দিন প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ করে আসছে যা এ সরকারের একটি অন্যতম সাফল্য।

মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল অতিফ সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল অতিফ সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

 

একইভাবে  জেলা পর্যায়ের সকল অফিস প্রধান ও প্রথম সারীর কর্মকর্তাগণ  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

 

রূপক আইচ/মাগুরা/১জানুয়ারী ১৬