বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ হাতে পেয়েছে নতুন বই। নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা হয়েছে প্রতিটি স্কুল প্রাঙ্গন। শিশুরা নতুন বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করছে। অনেকেই নতুন বইয়ে মলাট দেয়ার জন্য খুঁজছে পুরাতন ক্যালেন্ডার।  এদিকে অনলাইন সংস্কৃতির প্রভাবে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের প্রধান উপজীব্য হয়ে উঠেছে বই বিতরণসহ বই উৎসবের ছবি। জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা, কর্মচারি থেকে শুরু করে সাধারণ মানুষও বই বিতরণের ছবি নিজ নিজ ওয়ালে পোষ্ট করছেন। যা ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্ব। 15727092_363742027317515_5068010821437952842_n
এ ব্যাপারে শ্রীপুরের সাচিলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হামিদা বেগম জানান- সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনই নতুন বই দেয়ার সরকারের এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হচ্ছে। এর ফলে বছরের প্রথম দিন থেকেই শিশুরা আনন্দের সাথে বই পড়া শুরু করতে পারছে। এখানে গ্রাম কিংবা শহরের ছেলে মেয়েদের মধ্যে কোন পার্থক্য থাকছে না। আমরা এ কর্মসূচীতে অংশ নিতে পেরে অত্যন্ত খুশি। তিনি জানান- নিজ স্কুলের এই ছবিগুলো ফেসবুকে পোষ্ট করলাম কারণ আমাদের অনেক বন্ধুবান্ধব আত্মীয় দেশের বাইরে থাকেন। তারা নিজ এলাকার ভাল খবরগুলি জানতে চান। ফেসবুকের মাধ্যমে বছরের প্রথম দিন এমন সুন্দর একটি অনুষ্ঠান বন্ধুদের জানাতে পেরে খুব ভাল লাগছে। 15825781_1290587177702560_4975245363781993888_n

সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে তার ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি পোষ্ট করে লিখেছেন: জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০১৭ এর অংশ হিসেবে আজ বছরের প্রথম দিনে ইংরেজি নববর্ষে (০১/০১/২০১৭) বারাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিলাম।নতূন বই হাতে পেয়ে ছাত্র/ছাত্রীদের সীমাহীন আনন্দ অবলোকন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত সদিচ্ছায় সারা দেশে একযোগে বছরের প্রথম দিনে ৩৬,২১,৮২,২৫০ (ছত্রিশ কোটি একুশ লক্ষ বিরাশি হাজার দুইশত পঞ্চাশ) কপি বই বিতরনের এই দূরুহ কাজ আজ সফল ভাবে সম্পন্ন হচ্ছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জয় বাংলা। 

রূপক আইচ/মাগুরা/১ জানুয়ারী ১৭