বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টেফোর.কম
মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ১৭৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন।

বুধবার সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে নব গঠিত কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের নাম উল্লেখ করা হয়েছে।

জেলার মহম্মদপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আলি করিমকে জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলিকে যুগ্ম আহ্বায়ক করে ১৭৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যরা হচ্ছেন- ক্রমানুযায়ী যুগ্ম-আহবায়ক মো: আকতার হোসেন, এড: মোকাদ্দেস হোসেন, আহসান হাবিব কিশোর, সাজ্জাদুর রহমান তরফদার, কাজী ইমদাদুল হক সোনা, মতিউর রহমান, মোজাফ্ফর হোসেন টুকু, আশরাফুল আলম, বদরুল আলম হিরো, আইয়ুব হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস, এড: আব্দুর রশিদ, হাফিজুর রহমান মোল্ল্যা, রেজাউল আলম সিকদার, এড: সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী ও খান হাসান ইমাম সুজা।

এ ছাড়া সদস্য করা হয়েছে- ক্রমানুযায়ী এড: নিতাই রায় চৌধুরী, কবির মুরাদ, ড: মাহাবুবুল হক সিদ্দিকি, বেগম হালিমা আরলি, মমতাজ কবির, চান্দু মিয়া, এড: আহম্মেদ হোসেন, আলী আহমেদ, মনোয়ার হোসেন খান, এড: কাজী আব্দুল আলা, ইকবাল আকতার খান কাফুর, কাজী সালিমুল হক, আলী তারেক, মন্জুরুল হাসান পিংকু, আনোয়ার হোসেন আনু, সৈয়দ আকতারুজামান, মেজবা উদ্দিন কায়েস, ফারুক আহমেদ বাবুল, কুতুব উদ্দিন, মো: ফারুকুজ্জামান, আলমগির হোসেন, এড: শাহেদ হাসান টগর, মোজাহার মল্লিক, পিকুল খান, হাবিব মোল্ল্যা, ইমদাদুর রহমান, সৈয়দ নুরুল হাসান বকু, কমলেশ চন্দ্র সাহা, শিরিন সিদ্দিকি, ফারহানা বিউটি, এড: তানজিরা, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম সেলি, ওয়াজেদ আলি সর্দ্দার, কাজী মিজানুর রহমান, হাজি মকবুল, নাজিম সিকদার, লাকু খান, নিজাম উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান, মিজানুর রহমান কাবুল, রফিকুল আহসান দিপু, গোলাম আজম সাবু, এড: মনিরুল ইসলাম মুকুল, ইউনুস আলী সর্দ্দার, মুন্সি জিয়াউল, আকতারুজ্জামান, জাহাঙ্গীর আলম, মইমুর মৃধা, ড: রইচ উদ্দিন, এড: কুমুদ রন্জন, সাইফুল ইসলাম বাবু, আনিচুর রহমান মিল্টন, শেখ শফিক, সাজ্জাদ হোসেন, লুতফার রহমান মোল্ল্যা, সামসুল আলম, খন্দকার আব্বাস উদ্দিন, মিয়া জাহিদ হোসেন, চৌধুরী রেজাউল করিম মিন্টু, খন্দকার খলিলুর রহমান, আশরাফুল ইসলাম নালিম, রেজাউল ইসলাম, গোলাম কাবিয়ার, অধ্যক্ষ রুহল আমিন, এড: মিজান, মিহির কান্তি বিশ্বাস, কাটু মল্লিক, মোস্তাক খান, খবির উদ্দিন, মুরাদ মুন্সি, ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম, কিজিল খান, প্রভাষক আফজাল হোসেন, এড: মুরাদ, আবুল কালাম আজাদ, প্রভাষক রইচ উদ্দিন তুষার, এড: কনক, প্রভাষক উজ্জল, এড: কাজী মিনহাজ, এড: হাফিজুর রহমান, রেজাউল করিম, জহুরুল হক মিলন, আব্দুর রশিদ, ফরিদ খান, আশরাফুজ্জামান শামীম, এড: কল্লোল, নাজমুল হাসান লিটন, এড: রুপক, এড: কবির, ফিরোজ আহমেদ, মমতাজ উদ্দিন মোল্ল্যা, রফিকুল ইসলাম মাস্টার, হালিম মাস্টার, হাবিবুল ইসলাম বাহার, নারগিস সুলতানা, শামসুন নাহার, বেগম উর্মী, হোসনেয়ারা নাজিম, শাহানা হ্যাপি, মওলানা মতিন, এড: মালেক, এড: শাহিনুর, এড: জাহিদ, আনোয়ারা বেগম, হাফিজুর রহমান, উজির আহমেদ, প্রফেসর রুহল আমিন, আবু হেনা, মো: মাকসুদ ছবেদ বিশ্বাস, চিত্তন্জন দাস, বিউটি রানী পোদ্দার, আবুল কাসেম টিটব, জহিরুল ইসলাম, মমতাজ উদ্দিন, এড: বাবলু, এড; সিরাজ, এড: সজল, এড: ইব্রাহীম, এড: আলিমুজ্জামান, শফিকুল ইসলাম, নয়ন ইসলাম, আতিয়ার আলম, প্রফেসর আফজাল হোসেন, সেলিম রেজা, গোলাম রব্বানী বিশ্বাস, মাহমুদ হোসেন, ইন্জিন লস্কর, এড: এখলাছ, সৈয়দ রফিকুল ইসলাম, নুরে আলম দিপু, মিজানুর রহমান মিজান, রফিকুল আলম প্রদিপ, মাহাবুল আলম, এখলাচুর রহমান, ইয়াকুব আলি বিশ্বাস, আব্দুল জলিল মোল্ল্যা, রোস্তম আলী খান, সামিরুল ইসলাম সমির, রেজাউল ইসরাম রাজা, আশরাফুজ্জামান, মাহাবুবুল আলম টিপু, মো: ওমর আলী, এএসএম কামরুজ্জামান, ইসলাম শেখ, এড: ফিরোজ, বিপ্লব চক্রবর্তী, এড: রেজাউল করিম, আব্দুর রশিদ, গাজিউর রহমান, আবু জাফর, ওলিয়ার মেম্বর, খন্দকার আমিনুর রহমান, রাসেদ কবির ও শামছুজোহা সুমন।

নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলি ঘোষিত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।