আনোয়ার হোসেন শাহিন, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজা সীতারাম রায়ের রাজবাড়ীর বিভিন্ন স্থাপনা পরিদর্শণ করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক গাজী অলিউল হকসহ অন্যরা। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তারা এ স্থাপনাগুলো পরিদর্শণ করেন।

রাজবাড়ীর বিভিন্ন স্থাপনা পরিদর্শণ শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা  স্থানীয় সাংবাদিকেদের কাছে রাজা সীতারাম রায়ের  স্থাপনা সংরক্ষণ, সংস্কার ও দর্শনার্থীদের জন্য মনোরম পর্যটন স্পট গড়ে তোলার জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরার স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান , কাজি সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ আমিমুল হক, কালীপদ  রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমনীয় কিঙ্কর তেওয়ারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলাম মাগুরাবার্তাকে বলেন,‌ ‘সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা সংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা সরেজমিন পরিদর্শণ শেষে এসব স্থাপনা সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করছি।  আকাশ সংস্কৃতির যুগে আমাদের তরুণ প্রজন্ম দেশীয় সংস্কৃতি ভুলে যাচ্ছে বলে তিনি জানান। এজন্য দেশীয় সংস্কৃতি রক্ষা করা খুব প্রয়োজনীও। তিনি সীতারাম রাজার অবশিষ্ট স্থাপনা গুলো  সংরক্ষণ ও সংস্কার করে একটি পর্যটন স্পট করার বড় প্রকল্প হাতে নেওয়া হবে ।

img_7840

উল্লেখ্য, ষোল সতকে মুঘল আমলে স্বাধীনচেতা রাজা সীতারাম রায় মহম্মদপুর উপজেলা সদরে তৎকালীন  ভূষণা রাজ্যের রাজধানী স্থাপন করেন। রাজার নির্মীত অসংখ্যা দৃষ্টিনন্দন স্থাপনা অযত্ন অবহেলা ও দখলদারদের থাবায় নিশ্চিহ্ন হয়ে গেলেও কালের স্বাক্ষী হয়ে আজও কিছু স্থাপনা মাথা উচু করে দাঁড়িয়ে আছে।

সম্পাদনা: রূপক আইচ, ২২ সেপ্টেম্বর ১৬