বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
খুলনার রুপসাসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার, নির্যাতন, জমি দখলসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ আজ বুধবার (১১ আগস্ট) বিকেল ৫টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। জেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড় -এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপিত বাসুদেব কুন্ডু। সমাবেশে উভয় সংগঠনের অনান্য নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, অ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, ডা. রবীন্দ্র নাথ বিশ্বাস, অধ্যাপক অপূর্ব মিত্র, রাজেশ গোপাল বিশ্বাস, নির্মল কুমার বিশ্বাসসহ অন্যরা।
বক্তারা-বলেন, সব ধর্ম, বর্নের মানুষ মিলে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শান্তির দেশ। কিন্ত একটি অসুভ শক্তি বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতন চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তৎপর রয়েছে। তারা সরকারের প্রতি এই অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

রূপক/ ১১ আগস্ট ২০২১