বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় প্রায় ১হাজার শীতার্ত মাদ্রাসা ছাত্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকার বৃহত্তর মিরপুরস্থ মাগুরা জেলা ঐক্য ফোরম । আজ শনিবার (৯ জানুয়ারী) সংগঠনটির সদস্যদের ব্যক্তিগত সহায়তায় জেলার হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল তুলে দেয়া হয়। মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর । এ সময় সংগঠনের আহ্বায়ক রনজু আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তারিফুজ্জামান,  সদস্য সচিব খন্দকার সামছুজ্জামান সুমনসহ অন্যরা।

জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মাদ্রাসার ছাত্র হাফেজ নুরুন্নবীসহ একাধিক মাদ্রাসা ছাত্র জানায়-পৌষের হাড়কাপানো শীতে একখানি কম্বল তাদের কাছে যেন বেহেস্তের পরশ । এখন আর কম্বলের অভাবে তাদের শীতে কষ্ট পেতে হবে না । শীতের রাতে পড়াশোনা করতে কষ্ট হবে না তাদের।  জেলার শালিখা উপজেলার পুলুম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সুমন বিশ্বাস জানায়- কম্বল হাতে পেয়ে তাদের কৃতজ্ঞতার ভাষা নেই। তারা তেমন কোন সরকারি সহায়তা পাননা। বেসরকারি সংগঠনটি তাদের দিকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাতে তারা খুবই খুশি।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে  কম্বল বিতরণ করে আয়োজকদের সরকারের পাশাপাশি এ ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানান । আর এ কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তফসির আহমেদসহ অন্যরা।

এ ধরনের সমাজসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আরও বেশী সংযুক্ত হবেন এমন আশা এলাকাবাসির।

রূপক /মাগুরা /৯ জানুয়ারী ২০২১