মাগুরায় মহিলা পরিষদ নেত্রী আয়েশা খানমের প্রতি শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে মোমবাতি প্রজ্জলন ও এক মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করেছে সংগঠনটির মাগুরা জেলা কমিটি। আজ শুক্রবার (৮ জানুয়ারী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের নতুন বাজার জেলা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত, জেলা শাখার সহ-সভাপতি কাজী লাবনী জামান, অ্যাডভোকেট সুরাইয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার বকুল জেলা শাখার লিগাল এইড সম্পাদক খালেদা হাসিম, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী মাহফুজ খানমসহ অন্যরা।যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম (৭৩)গত শনিবার (২ জানুয়ারী) ভোরে মারা যান। আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।
রূপক/ মাগুরা/ ৮ জানুয়ারী ২০২১
« মাগুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা, ছেলে গ্রেফতার (Previous News)
Comments are Closed