বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার মিঠাপুর গ্রামকে মধু উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বৃহস্পতিবার দুপুরে এ গ্রামের সফল মধুচাষি রজব আলীর বাড়িতে মাগুরা দুস্থ মৌচাষি কল্যাণ সমিতির আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি অফিসার আবু তালহা, জেলা সমবায় অফিসার আব্দুল আলিম মিয়া, বিসিক এর উপ-ব্যবস্থাপক আব্দুস সালাম, সদর উপজেলা সমবায় অফিসার আশীষ কুমার চৌধুরীসহ অন্যরা। এ প্রশিক্ষণে প্রায় ৫০জন মৌ চাষি অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ সরেজমিনে বাস্ক স্থাপনের মাধ্যমে মৌচাষ পরিদর্শণ করেন। আয়োজকরা জানান- মৌ চাষের মাধ্যমে এ এলাকার শ্রমজীবি মানুষদের মধ্যে রজব আলী ব্যাপক সফলতা পেয়েছেন। কোন ধরনের সরকারি সহায়তা ছাড়াই তিনি সামান্য পুজি নিয়ে বর্তমানে প্রতি বছর কয়েক লক্ষ টাকার মধু উৎপাদন করেন। এর ফলে তার নিজের যেমন অর্থনৈতিক সাশ্রয় হয়েছে পাশাপাশি তার দেখাদেখি এলাকায় আরো শতাধিক যুবক মৌ চাষে উদ্বুদ্ধ হয়েছে। এরফলে এ এলাকায় অর্থনৈতিক উন্নয়ন এখন চোখে পড়ার মত। সরকারের বিভিন্ন দফতর থেকে যদি এ সকল মৌ চাষিকে সহায়তার হাত বাড়ানো যায়। তাহলে হাজরাপুর ইউনিয়ন তথা মিঠাপুর গ্রামটি হয়ে উঠবে মৌ চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাব।
জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ প্রয়োজনীয় সকল সহায়তার মাধ্যমে এ অঞ্চলকে মৌ চাষের অর্থনৈতিক হাব তৈরীর ব্যাপারে সার্বিক সহায়তা আশ্বাস দেন।

রূপক / মাগুরা /৪ ডিসেম্বর ২০২০