বিশেষ প্রতিনিধি , মাগুরাবার্তা
“শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে । এ উপলক্ষে সোমবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরার আয়োজনে সরকারি শিশু পরিবার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন । সভায় বক্তারা শিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশুর আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন ।
জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন জানান, বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে । কর্মসূচীর মধ্যে রয়েছে কন্যা শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা । করোনা ভাইরাসের কারণে এবার শুধুমাত্র সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা হবে । শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় ।

রূপক/ মাগুরা / ৫ অক্টোবর ২০২০