বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শিমুলিয়ায় এলাকায় জনবসতিতে মদের দোকান চালু করায় সেটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসি। সোমবার ভোরে শহরতলীর মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া এলাকায় ওই মদের দোকানে হামলা করে ভাংচুর চালায় তারা।
এলাকাবাসি অভিযোগ করে শহরের ভায়না- শিমুলিয়া এলাকায় জনবসতিতে মদের দোকান করায় ২০১৯ সালের জানুয়ারী মাসে এলাকাবাসির বিক্ষোভের মুখে মদের দোকানটি বন্ধ করে দেয় প্রশাসন। এরপর থেকে মদের দোকানটি বন্ধ থাকলেও সম্প্রতি ওই মদের দোকান থেকে মদ কেনাবেচা শুরু হয়। এরফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হতে থাকে। এ অবস্থায় সোমবার সকালে এলাকার মানুষ একত্রিত হয়ে ওই মদের দোকানটি ভেঙ্গে দেয়। জনবসতিতে কোনপ্রকার মদের দোকান চলতে দেয়া হবেনা মর্মে তারা জানান।
এ ঘটনায় মদের লাইসেন্সের মালিক শহরের ভায়না টিটিডিসি পাড়ার বাসিন্দা রবিউল আজম খান বাদি হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন।

 

রূপক/ মাগুরা / ৫ অক্টোবর ২০২০