মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অটিজম শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব ও প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, পরিচালনা কমিটির সদস্য রূপক আইচ, মোঃ ওমর আলীসহ অন্যরা। প্রতিযোগিতা শেষে বাছাইকৃত ৪০ জন অটিস্টিক ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুল আলম। গত মার্চ মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে এতদিন পুরস্কার প্রদান করা যায়নি বলে জানান জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ।
রূপক আইচ/মাগুরা /৩০ জুন ২০২০
« সীমিত সম্পদ নিয়ে স্বচ্ছতা নিয়ে মানুষের সেবায় মাগুরা জেলা পরিষদের ৫৩ কোটির বাজেট ঘোষণা (Previous News)
Comments are Closed