মাগুরা নতুন বাজারে কর্মহীন শ্রমজীবিদের পাশে দাঁড়ালেন যুবক তন্ময়

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের নতুন বাজারে ব্যক্তিউদ্যোগে শ্রমজীবি মানুষের জন্য ত্রাণসামগ্রী সরবরাহ করেছেন তন্ময় ঘোষ নামে এক যুবক ও তার পরিবার। সকালে পরিবারের সদস্যরা নিজ বাড়ির সামনে নতুন বাজারে কুলি মজুর, চা দোকানিসহ খেটে খাওয়া মানুষের জন্য এ সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এ সময় শ্রমজীবি মানুষেরা তাদের পাশে এগিয়ে আসার জন্য তন্ময় ঘোষ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তন্ময় ঘোষ জানান- পৃথিবীর এই সংকটের সময়ে আমাদের যাদের নুন্যতম সামর্থ আছে তারা যদি প্রত্যেকে অল্প কিছু মানুষকেও দুবেলা খাওয়ার ব্যবস্থাও করতে পারি তাহলে আর ওরা অপ্রয়োজনে বাইরে বের হবে না। এতে করোনা মোকাবেলা সহজ হবে। আর এর মাধ্যমেই আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবো। সামর্থবান সবার প্রতি আহবান, আসুন সবাই মিলে হঠাৎ কর্মহীন হওয়া মানুষগুলির পাশে দাঁড়াই। করোনা মুক্ত দেশ ও বিশ্ব গড়ি।
রূপক / মাগুরা/ ৪ এপ্রিল ২০২০
« মাগুরায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা-ওষুধ পেল ২শ রোগী (Previous News)
Comments are Closed