বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় করোনার কারনে ক্ষতিগ্রস্থ অর্ধশত হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা নামের শরীর চর্চা ভিত্তিক একটি সামাজিক সংগঠন। সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরের রাস্তার দুপাশে দূরত্ব বজায় রেখে দাঁড়ায় সাধারণ মানুষ। এ সময় লগডাউনে বেকার হয়ে যাওয়া চা বিক্রেতা, বিভিন্ন মেসের রাধুনিসহ হতদরিদ্ররা ভ্যানে রক্ষিত তাদের ত্রান সামগ্রী নিজেরাই তুলে নেন। ত্রান সহায়তায় সুপ্রভাতের পক্ষ থেকে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।  এ সময় সংগঠনের সভাপতি ফারুক রেজা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমান,  মাগুরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, ঝিনাইদহ জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল আলম খান, অধ্যাপক খান শফিউল্লাহ, অগ্রণী ব্যাংক ভায়নার মোড় শাখার ম্যানেজার এবিএম আসাদুর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জেলা প্রধান মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রূপক আইচ, ব্যবসায়ী আলমগীর হোসেন, নুরুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । ক্রমান্বয়ে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।

 

রূপক /মাগুরা / ৫ এপ্রিল ২০২০