Main Menu

মাগুরায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা-ওষুধ পেল ২শ রোগী

6

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
চলমান করোনা পরিস্থিতেতে তৃণমুল মানুষের দাড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেবার লক্ষ্যে মাগুরা সদরের হাজিপুর এলাকায় আজ শনিবার সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সৌজন্যে  লেবারেটিং গানার্স এর ব্যবস্থাপনা ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল থেকে ক্যাম্পের চিকিৎসকরা বিভিন্ন বয়সের রোগী দেখেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে সেনা বাহিনীর চিকিৎসকরা এলাকার ২ শতাধিক মানুষের চিকিৎসা সেবা দেন। এসময় প্রায় ২শ রোগীকে ব্যবস্থা পত্রের সাথে বিনামুল্যে ওষুধ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে সাধারন রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতার নান পরামর্শ দেয়া হয়।1
ক্যাম্পের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আই কে এম মুস্তাসিনুল বাকি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কর্নেল ডাক্তার আলমগীর, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়াান ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক আখরোট। 3
আয়োজকরা জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে সাধারন রোগীরা হাসপাতাল এড়িয়ে চলছেন। পাশপাশি হাসপাতালে যাবার ক্ষেত্রে যানবহন সমস্যা রয়েছে। এসব কারণে খুলনা বিভাগের ১০ জেলায় সেনাবাহিনী এ উদ্যোগ নিয়েছে। এটিকে মডেল ক’রে অন্যান্যদের উচিত এভাবে তৃণমুলের সাধারন রোগীদের সেবা দেয়া।


Comments are Closed