Main Menu

মাগুরায় প্রাথমিকে সেরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল

a

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় প্রাথমিক শিক্ষা সমাপনী  পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার মধ্যে সেরা হয়েছে  শুভচ্ছো প্রিপারেটরি স্কুল ।  ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৭১ জন শিক্ষার্থী অংশ নেয় । এর মধ্যে ৩০ জন ট্যালন্টেপুল ও ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি  লাভ করে ।
অন্যদকি, ২০১৯ সালে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ জন বৃত্তি নিয়ে পাঠশালা শিশু বিদ্যালয় ২য় , ১২ জন বৃত্তি পেয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ৩য় অবস্থানে রয়েছে ।
শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের এ অভাবনীয় সাফল্যে  প্রতিষ্ঠান প্রধান মোস্তফা আহসান উল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মাঝে মান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রদান করাই আমাদের একান্ত লক্ষ্য । পড়াশুনার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের আচার-আচারণ,নিয়ম-শৃঙ্খলা, সাধারণ জ্ঞান ও র্ধমীয় শিক্ষা দিয়ে থাকি। শিক্ষার্থীদের এ সাফল্যে আমি খুব খুশি । আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম চষ্টো আর শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম  হয়েছে । আগামীতে আরো ভালো ফলাফলে আমরা খুব আশাবাদী ।

মাগুরা/৩ মার্চ ২০২০


Comments are Closed