বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার বরুনাতৈল এলাকার একটি মাঠ থেকে গতরাতে (বুধবার) মনিরুল ইসলাম লাভলু ও দাউদ মোল্যা নামে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও আভ্যন্তরীন কোন্দলে নিজেদের মধ্যে  বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবী করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান- গভীর রাতে সদরের বরুনাতৈল এলাকায় একটি মাঠের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুটি দেহ উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহত লাভলু ফরিদপুরের মুধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে ও দাউদ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোরারচর গ্রামের মৃত ওহাব মোল্যার ছেলে। নিহতদের সনাক্ত করার পর দেখা যায় তারা আন্তজেলা  দুর্ধষ ডাকাত দলেরর্  সদস্য। তাদের বিরুদ্ধে মাগুরা, ফরিদপুর, মধুখালি ও রাজবাড়ি জেলার বিভিন্ন থানায় অন্তত ১ ডজন করে মামলা রয়েছে। নিহতদের পরিবারের কোন সদস্য উপস্থিত না হওয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।নিহত দুজন গত বছর ১৯ জুন মাগুরা সদরের বেলনগর গ্রামে হাইকোর্টের বিচারপতি খায়রুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিলেন বলে অপর আসামীদের জবানবন্দীতে রয়েছে বলে জানা গেছে। ডাকাতির মাল ভাগাভাগির বিষয় নিয়ে দন্দের জেরে সহযোগি ডাকাতদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

রূপক /মাগুরা /১৯ ফেব্রুয়ারী ২০২০