বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় বায়ুমন্ডলে কার্বণডাই অক্সাইড কমিয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে সিইআর কর্মসূচীর উদ্বোধন ও প্রশিক্ষণ করেছে উদয়ন সমাজ কল্যাণ সমিতি নামে একটি প্রতিষ্ঠান। জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি গ্রামে বেইজ লাইন সার্ভের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত গাছের সংখ্যা নিরূপন  ও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় গাছ সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে কার্বণ নিঃসরণের ব্যবস্থা করার উদ্দেশ্যে সারাদেশে এ কর্মসূচী শুরু হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কার্যক্রমের শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালায় জেলা ব্যবস্থাপক মোঃ নায়ীমুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ পরিচালক মোঃ জাহিদুল আলম,  সংগঠনের সিইও জাহিদুর রহমান খান, উপ পরিচালক মেজবা উদ্দিনসহ অন্যরা। DSC_2577এ সময় বক্তারা বৃক্ষ রোপন ও বৃক্ষ সংরক্ষণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সরকারের হাতকে আরও শক্তিশালী করে নিজেদের ভবিষ্যতকে নিশ্চিত করতে আহবান জানান।

 

মাগুরা/ ৬ ফেব্রুয়ারী ২০২০