বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মঞ্চস্থ হয়ে গেল মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে রচিত একক নাটক লালজমিন। “শুন্যেই মুক্তি, শুন্যেই মিলন” এই শ্লোগানে শূন্যন রেপার্টরি থিয়েটার শুক্রবার রাতে মাগুরা পুলিশ লাইনস মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থত করে।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে মান্নান হীরা রচিত, সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় পুরো নাটকটিতে একক অভিনয় করেন বাংলাদেশের মঞ্চ নাটকের খ্যাতিমান অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকটি গ্রামবাংলার এক কিশোরীর চোঁখে মানিক বিলের লাল পদ্মের প্রেমের গল্প দিয়ে শুরু হলেও মুক্তিযুদ্ধে যাওয়া তার পিতার মুখে শোনা মুক্তি ও স্বাধীনতা নামে দুটি শব্দ তার হৃদয়ে জেগে রয়। অপ্রাপ্ত বয়স হলেও হৃদয়ে ধারণ করা মুক্তি আর স্বাধীনতা নামে দুটি শব্দের টানে ওই কিশোরী যুদ্ধে যায়। মুক্তিযুদ্ধের কমান্ডারকে যিনি জাদুকর বলে আখ্যায়িত করে আসেন। পুরো নাটকে যে যাদুকর কমান্ডারের প্রভাব ছিল ওই কিশোরীর পুরো সত্ত্বা জুড়ে।  Magura LalJomin Natok Pic 4যুদ্ধকালীন সময়ে বীরোচিত যুদ্ধ করে সেই জাদুকর মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সহযোদ্ধাদের শহীদ হওয়াসহ একের পর এক ঘটে যায় নানা ঘটনা। ৯ মাসের যুদ্ধের এক পর্যায়ে পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদরদের হাতে পৈচাশিক নির্যাতনের শিকার হয়  চৌদ্দ বছরের  কিশোরী ও আরো অনেক নারী। কিশোরীর ধবধবে সাদা জমিন রক্তাত্ব হয়ে ক্রমে ক্রমে লাল রক্তে রাঙ্গিয়ে হয়ে ওঠে লাল জমিন। এ কাহিনীর  পাশাপাশি নাটকটিতে ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধ বিরোধীদের অপতৎপরতা চিত্রও তুলে ধরা হয়। ৭১ মিনিটের এ নাটকটিতে মোমেনা চৌধুরী তার সাবলীল একক অভিনয়ের শৈল্পিক উপস্থাপনা  মিলনায়তনে উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে।Magura LalJomin Natok Pic 3
নাটকটি মঞ্চায়ন শেষে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অংশ নেন মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, এসপি তারিকুল ইসলাম ও মোমেনা চৌধুরী।Magura LalJomin Natok Pic 2
লাল জমিন নাটকটি প্রদর্শনের আগে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অবির হাসান সিদ্দিকী শুভ্র ও এসপি তারিকুল ইসলামের পত্নী সোহানা তারিক।

 

ভিডিও লিংক…
https://www.youtube.com/watch?v=IjScq6OGJOU  

রূপক আইচ /মাগুরা / ৮ ফেব্রুয়ারী ২০২০