বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মুজিববর্ষে অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০লাখ শিক্ষার্থী বাংলা, ইংরেজি লিখতে,  বলতে এবং অংক করতে পারবে। মুজিববর্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলি একযোগে কাজ করছে। মাগুরায় মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের পরিদর্শন শেষে বুধবার দুপুরে স্থানীয় ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হাসান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন  প্রোগ্রাম (পিইডিপি ৪) এর উন্নয়ন সহযোগি এডিবি এর সোসাল সেক্টর স্পেশালিস্ট জিং লি, প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মোঃ শহিদুল ইসলাম,  ইউরোপিয়ান ইউনিয়ন এর টিম লিডার হ্যান্স ল্যাম্পব্রেস্ট, প্রোগ্রাম ম্যানেজার ওয়াইকে ওয়াটারস্যুট, জাইকার এডুকেশন এ্যাডভাইজার আকিও হ্যানয়া, প্রাইমারি এডুকেশন কোঅর্ডিনেটর মো. ইয়াসিন আরাফাত, ডেপুটি প্রোগ্রাম অফিসার আলিমুল হাসান, ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার এডুকেশন শহিদুল ইসলাম, ইউনিসেফের চিফ এডুকেশন নুর শিরিন, ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন স্পেশালিস্ট তাসমিনা রহমানসহ অন্যরা।
মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান- দাতা সংস্থার উচ্চ ক্ষমতাসম্পন্ন এ পরিদর্শন টিম ইতিমধ্যে জেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই), উপজেলা রিসোর্স সেন্টার, জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সকল শিক্ষা প্রতিষ্ঠান দেখে তারা অত্যন্ত খুশি বলে জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা সচিব আরও বলেন- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন সহযোগিদের কাংখিত লক্ষ পূরণে আমাদের শিক্ষক ও কর্মকর্তারা নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন। উন্নয়ন সহযোগিরা আমাদের কর্মকান্ড দেখে খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন।

রূপক /মাগুরা /৫ ফেব্রুয়ারী ২০২০