বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জাতীয় সংসদের তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রদায়িকতা বিরোধী ও জঙ্গি-সন্ত্রাস থেকে দেশকে উদ্ধার করার যুদ্ধে আমরা সফল হয়েছি। সেই সাফল্যকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিস্ময়কর উন্নয়নের যাত্রাকে আরো বেগবান করতে হবে। তিনি শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রবিউল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারী জোট নেত্রী আফরোজা হক রিনা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মাগুরা পৌরসভার মেয়র ও জেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। সেই পর্বের প্রধান রাজনৈতিক কর্তব্য হচ্ছে, দেশের সকল স্তর থেকে লুটেরা,দুর্নীতিবাজ, মুনাফা খোর ও চাটুকারদের বিতড়ন করা। জাসদের সুশাসনের সংগ্রাম-শেখ হাসিনার শুদ্ধি অভিযানের পরিপূরক। কোন অপরাধি বা দুর্নীতিবাজদের ঠিকানা যেন কোন রাজনৈতিক দলে না হয়। সব লুটেরা দুর্নীতিবাজদের ঠিকানা খালেদা জিয়ার পাশে জেল খানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন শুদ্ধি অভিযান চলছে, তখন বিএনপি-জামায়াত দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। দেশে যখন জঙ্গি দমন করা হচ্ছিল তখনও বিএনপি-জামায়াত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। চরম দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে দুর্নীতির পক্ষে কথা বলা সাজে না। দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া-তারেক রহমানকে বর্জন করে তারপর দুনীর্তি নিয়ে কথা বলুন উল্লেখ করে তিনি আরো বলেন, জাসদ জঙ্গি সন্ত্রাস দমনের যুদ্ধে সামনে ছিল, দুর্নীতিবাজদের উচ্ছেদের যুদ্ধে সামনে দাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠান জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে  সর্বোতভাবে সমর্থন জানাচ্ছে জাসদ। পরে জাসদ নেতা সৈয়দ অহিদুল ইসলাম ফনি কে সভাপতি ও সমীর চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৫৫সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

রূপক /মাগুরা  / ৯ নভেম্বর ১৯