শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তা
শালিখার ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।  ইউনিয়নের সিংড়া সরস্বতী মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়মে দুপুর ২.০০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যমে সম্মলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো: মোকছেদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো: আরজ আলী বিশ্বাস, তালখড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন, শতখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাশেম মিনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। Untitled-1
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়। ৯টি ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শংকর বিশ্বাস কে সভাপতি ও মো: রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অধিবেশনের সমাপ্তি হয়। এছাড়াও রনিজিৎ বিশ্বাস ও আ: রাজ্জাক মোল্যাকে ইউনিয়ন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনিত করা হয়।