Main Menu

বোয়ালমারীর ময়নায় খান বাহাদুর স্মৃতি ফুটবল টূর্নামেন্টে মহম্মদপুর জয়ী

74509147_1489385627870748_8139027209911271424_o

মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না মাঠে নওয়াব আব্দুল লতিফ (খান বাহাদুর) স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় আজ (শুক্রবার) বোয়ালমারী ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন  হয়েছে মহম্মপুর ফুটবল একাদশ।  । চ্যাম্পিয়ন মহম্মদপুর ফুটবল একাদশের হাতে পুরষ্কার তুলে দেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। এ সময় মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফিসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পংকজ/মহম্মদপুর/ ৮ নভেম্বর ১৯


Comments are Closed