বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
টেলিভিশন চ্যানেল এসএটিভি, দৈনিক সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচের ফেসবুক পেজ থেকে ছবি ডাউনলোড করে তার নামের সাথে আপত্তিকর শব্দ প্রয়োগ করে একটি ফেসবুক লাইক পেজ ওপেন করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী আজ শনিবার রাতে মাগুরা সদর থানায় দায়ের করা হয়েছে। ডায়েরীতে তিনি পেজ হ্যাকিংসহ তার নাম ও ছবি ব্যবহার করায় উপযুক্ত প্রতিকার চেয়েছেন। উল্লেখ্য- সম্প্রতি মাগুরা শহরের একজন ডাক্তারকে নিয়ে কিছু অভিযোগের ভিত্তিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি সংবাদ প্রচার হয়। ওই সংবাদকে জড়িয়ে রূপক আইচের নামে বানোয়াট অভিযোগ আনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও দুএকজন সাংবাদিক নামধারি ব্যক্তি। অথচ রূপক আইচ ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ প্রায় ৩ বছর ধরে কর্মরত আছেন বলে জানান। ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক বনি আমিন এর সাথে রূপক আইচের কথপোকথনে বিষয়টি পুরোপুরি উঠে এসেছে। (যার রেকর্ড ওই সাংবাদিক রূপক আইচের কাছে কাছে সংরক্ষিত আছে) ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একজন কর্মী হিসেবে  সাংবাদিক বনি আমিনের সাথে দেখা করতে যাওয়াটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা বরাবরই করছে ওই মহলটি। এছাড়া সম্প্রতি একটি মহল মিথুন কুমার নামে একটি ছেলের ফেসবুক হ্যাক করে একই ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা লিখে ছড়ানোর চেষ্টা করে।  মাগুরাবার্তায় সংবাদ প্রকাশের মাধ্যমে ওই ষড়যন্ত্রও নস্যাত করে দেন মাগুরাবার্তার সম্পাদক। এরা উভয়ই ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের অপপ্রচারে মেতেছে বলে সন্দেহ করেন সাংবাদিক রূপক আইচ।

 

মাগুরা/৩১ আগস্ট ১৯