বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার ঐতিহ্যবাহি সংগঠন সুপ্রভাত বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার সকালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  69971618_1379900648828294_4765607127941120000_n

আয়োজনে শিশুদের ৩ টি বিভাগে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবনের উপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৩০ জন নারী।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও অগ্রণী ব্যাংক ভায়নার মোড় শাখার ম্যানেজার এবিএম আসাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ। 69811734_2431078347173374_3081832162379431936_n

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রভাত বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, ঝিনাইদহ জেলার যুব উন্নয়ন  অধিদপ্তরের উপ পরিচালক শাহীদুল ইসলাম টুকুল ফকির,  কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক খান শফিউল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাগুরা জেলা শাখার সহকারি পরিচালক এসএম মুস্তাফিজুল হক পান্নু, মাগুরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান স্বপন, ব্যবসায়ী সন্দিপ বিশ্বাস, শিল্পী আমিরুজ্জামান, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা ।

মাগুরা/ ৩১ আগস্ট ১৯

69689793_559340278149145_1370184589938524160_n