শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননকে রবিবার বিকালে চরচৌগাছী গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। চেয়ারম্যান জাকির হোসেন কানন চরচৌগাছী গ্রামের দীর্ঘদিনের আকাঙ্খিত রাস্তায় ফ্লাট সলিং, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জি. কে. প্রকল্পের উপর ব্রিজ নির্মাণ, নটাভাঙ্গা খালের পুনঃখনন, বিভিন্ন স্থানে ইউ কার্লভার্ট নির্মাণ, টিউবওয়েল স্থাপনসহ গরীর, দুঃস্থ্য, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, গর্ভকালীন ভাতা প্রদান করায় গ্রামবাসী সন্তষ্ট হয়ে এ সংবর্ধনার আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় জাকির হোসেন কানন বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা জামির হোসেন বিশ্বাসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এই বছরের মধ্যেই তিনি অবহেলিত এই গ্রামে স্ট্রীট ল্যাম্প, বাকী রাস্তা পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন তৃনমূলের একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের দেয়া এ সম্বর্ধনা আমারকাছে সবচেয়ে বড় পুরস্কার। এ পুরস্কার আমি মাথায় করে রাখবো ও তাদের দেয়া এ সম্মানের উপযুক্ত প্রতিদান দেয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।

মাগুরা/১১ আগস্ট ১৯