বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজার আজ মহা অষ্টমি(২য় দিন)। ইতিমধ্যে পূজা দেখতে দেশ বিদেশের হাজার দর্শনার্থী ভীড় করছেন পূজা মন্ডপগুলিতে। এরমধ্যে শহরের বাটিকাডাঙ্গায় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন ঠাকুরের বাড়ির কাঁচের কাত্যায়নী প্রতিমার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শনার্থীদের নজর কেড়েছে।

বরিশাল থেকে পূজা দেখতে আসা ডা. আশিক দত্ত জানান- সুযোগ পেলেই স্বপরিবারে মাগুরার কাত্যায়নী পূজা দেখতে আসি আমরা। এ বছর কাঁচের কাত্যায়নী ঠাকুর দেখে অবাক হয়েছি। প্রতিমা ও আলোকসজ্জ্বার নতুনত্বেই আমরা বিভিন্ন এলাকা থেকে এ পূজা দেখতে আসি। এ বছরও নানা আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করেছে। আগামী রবিবার (১৮ নভেম্বর) দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে  এ পূজা।

 

রূপক/ মাগুরা/ ১৬ নভেম্বর ১৮