বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
পূর্ব বিরোধের জের ধরে জুম্মার নামাজের সময়  মুসল্লির জুতার ভেতর ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন আলোকদিয়া বাজারের মো: খোকন।  কাপড় ব্যবসায়ী মো. খোকন বিশ্বাস(৪০) তার দোকানের এক সময়ে কর্মচারি শহিদুল ইসলাম(৩৫) নামে অপর এক কাপড় ব্যবসায়ী মসজিদে নামাজ পড়তে গেলে তার রেখে দেয়া জুতার ভেতর জুম্মার নামাজের সময় ৪৬ পিস ইয়াবা লুকিয়ে পুলিশে খবর দেন।

শুক্রবার দুপুরে তল্লাশি করে ইয়াবা পেয়ে পুলিশের সন্দেহ হলে তদন্তে ধরা পড়ে সাজানো এ ঘটনা। পরে পুলিশ খোকনকে আটক করেছে। যদিও জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি সাজানো বলে স্বীকার করেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান- শহিদুল ইসলাম (৩৫) এক সময় আলোকদিয়া বাজারে খোকনের কাপড়ের দোকানের দর্জি ছিল। কিছুদিন আগে শহিদুল নিজেই কাপড়ের দোকান দিয়ে একই বাজারে ব্যবসা শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে খোকন শহিদুলকে শায়েস্তা করার কৌশল খুঁজছিল। এক পর্যায়ে আজ শুক্রবার শহিদুল আলোকদিয়া মসজিদে জুম্মান নামাজ পড়তে গেলে খোকন শহিদুলের জুতার মধ্যে ৪৬ পিস ইয়াবা লুকিয়ে রাখে। পরে সোর্সের মাধ্যমে পুলিশে খবর দেয়।

ইয়াবা উদ্ধারের পর শহিদুলকে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ হলে তদন্তে আসল তথ্য বেরিয়ে আসে। এ সময় পুলিশ খোকনকে আটক করে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় মামলা দায়ের করা হয়েছে। খোকন ওই গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে।