মহম্মদপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা মহম্মদপুরের ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ  কর্মশালা প্রধান আলোচ্য বিষয়  প্রাথমিক বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিকরনে বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের অবহিতকরণ। উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে ৩৩টি বিদ্যালয়ের  সভাপতি ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে সহায়তা করেছেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপরেশন এজেন্সী (জাইকা)।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চ,ু বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আশরাফ হোসাইন, শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামী, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, সহকারী শিক্ষা অফিসার এনামুল হক, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: কামরুল হাসানসহ অন্যরা ।