মাগুরা সরকারি হো:শ: সোহরাওয়ার্দী কলেজে মাদক বিরোধী শপথ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৫ শতাধিক ছাত্রছাত্রী আজ সোমবার দুপুরে মাদক বিরোধী শপথ করেছে। 
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের জীবনে কখনো মাদক গ্রহণ না করা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক নাহিদ ফেরদৌস, উপাধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব, সহকারি পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান মো: আবু সাঈদ মোল্যা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: আলফাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: দেলোয়ার হোসেন খান । এর আগে শহরে মাদক বিরোধী ব্যালী বের করা হয়।
রূপক/মাগুরা /২৩ জুলাই ১৮
« শালিখায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার (Previous News)
(Next News) মহম্মদপুরে সভাপতি ও প্রধান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা »
Comments are Closed