বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের বাটিকাডাঙ্গা এলাকায় বুধবার রাতে  বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে আভ্যন্তরীন দন্দ্বে গোলাগুলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ছয়ের উদ্দিন জানিয়েছেন- রাত ১টার দিকে শহরের বাটিকাডাঙ্গা তিন রাস্তার মোড় এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় সেখানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ভায়না এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫০), নতুন বাজারের খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী (কালা) ও ইসলামপুর পাড়ার আব্দুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি ওরফে বৃটিশ (২০)কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আভ্যন্তরীন দন্দে তারা গুলিবিদ্ধ হয়ে মরা গেছেন বলে জানা গেছে। তাদের সঙ্গী অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল, ছয়টি রাইফেলের গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার নামেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

রূপক আইচ/মাগুরা /৩০ মে ১৮