আগামীকাল ২ এপ্রিল ২০১৮ থেকে এইচ.এস.সি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য  জেলা প্রশাসনের পক্ষ থেকে  নির্দেশনা দেয়া হয়েছে।

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে গিয়ে সিটে বসতে হবে।

যারা দেরিতে আসবে, তাদেরকে একটি বিশেষ রেজিস্টারে নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে তারপর পরীক্ষা কেন্দ্রে বসতে দেয়া হবে। সুতরাং দেরিতে না আশাই ভালো।

২। পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেন্দ্র বা কেন্দ্রের ২০০ মিটারের ভেতরে কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩। পরীক্ষা চলাকালীন এবং এর আগে/পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ।

এ রকম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গেটে চেকিং এর সময় পরীক্ষার্থীকে তার প্রবেশপত্র দেখাতে হবে।

গভর্নিং বডির সদস্য ও অন্যান্যদের বিশেষভাবে বিষয়টি মনে রাখার পরামর্শ দেয়া হলো।

৪। এ জেলার সব কোচিং সেন্টার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (২৯/০৪/২০১৮) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

৫। সব পরীক্ষার্থীর কান ও মুখমন্ডল (বিশেষ করে বোরখা পরিহিত) দৃশ্যমান রাখতে হবে।

৬। প্রবেশপত্র এবং কলম ছাড়া অন্য কোন কিছু নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

সবার সহযোগিতা আশা করছি।

জেলা প্রশাসক
মাগুরা ।