স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় চাঞ্চল্যকর রওশন ও ছাত্তার হত্যা মামলায় ঘটনার ২৬ বছর পর ২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসাইন আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। ১৯৯০সালের ২১ শে ডিসেম্বর প্রতিপক্ষ চরমপন্থিদের হাতে নৃশংসভাবে খুন হয় সদরের অপর চরমপন্থী নেতা দোড়ামথনা গ্রামের রওশন মোল্যা ও শালিখার তেঘরিয়া গ্রামের আব্দুস ছাত্তার। মামলা দায়েরের দীর্ঘ ২৬ বছর পর আজ এ রায় ঘোষিত হলো।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, ১৯৯০ সালের ২১ ডিসেম্বর আসামীরা পূর্বের একটি মামলা মিমাংশার কথা বলে রওশন মোল্যা ও তার সঙ্গী আব্দুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন সকালে পার্শবর্তী মালঞ্চী গ্রামের মাঠের মধ্যে রওশনের মস্তক বিচ্ছিন্ন ও আব্দুস ছাত্তারের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে ৯ জনের নামে মামলা দায়ের করে। এই মামলায় পুলিশী রিপোর্ট ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক আজ অভিযুক্ত আমানত ও আবু কালামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও অন্যদের বেকসুর খালাসের রায় দেন।
অন্য আসামী আলী আহাম্মেদ বিশ্বাস , খবির আহাম্মদ, কবির হোসেন, আলীম, কামালউদ্দিন, আপান ও আবু রোস্তমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. আহাম্মদ হোসেন।