রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপির ৬৭তম জন্মদিন আজ। ১৯৪৯সালের ২নভেম্বর মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী বীরেন শিকদার। আজ ৬৭ বছর পেরিয়ে ৬৮ তে পা দিলেন সদা হাস্যোজ্জ্বল এই রাজনীতিবিদ।

মন্ত্রীর জন্মদিনে আজ বুধবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে নিজ কার্যালয়ে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব কাজী আক্তার উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আনোয়ারুল করিম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শিশির কুমার রায়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপির) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান, মন্ত্রীর একান্ত সচিব ড. সুভাষ কুমার বিশ্বাসসহ অন্যরা। এ সময় উপস্থিত উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ড. শ্রী বীরেন শিকদার এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

এ সময় মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দও মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ড. শ্রী বীরেন শিকদার এমপি  উপস্থিত সকলকে তার জন্মদিনে দেশ ও জাতীর জন্য দোয়া করতে অনুরোধ করেন। বিশেষ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

14964051_1130546543729752_392607067_o

তিনি মাগুরাবার্তাকে  বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় আমরা সকল ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে- ভাল থাকলে আমরা অচিরেই মধ্য আয়ের দেশে পরিণত হবো। তাই আমার জন্মদিনে আমি আমার নিজের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সকলের কাছে দোয়া/ আশির্বাদ প্রার্থনা করি।

মাগুরাবার্তা/ ২ নভেম্বর ১৬