বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভোগার পর একযোগে ৫জন বিভাগীয় প্রধান ও একজন উপাধ্যক্ষ যোগদান করায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক সংকট কিছুটা হলেও নিরসন হতে চলেছে। এজন্য শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। 

 গত সপ্তা‌হে নতুন উপাধ্যক্ষ হি‌সে‌বে যোগদান ক‌রে‌ছেন প্র‌ফেসর মোঃ আমির হো‌সেন ।

 এ সময় এ কলেজে পদায়ন পে‌য়ে‌ ৫টি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে এসেছেন ৫ জন সহ‌যোগী অধ্যাপক। দর্শন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন মোঃ আলাউ‌দ্দিন,  পদার্থ‌বিজ্ঞান বিভাগে এসেছেন লক্ষ্মণ কুমার সাহা,  অর্থনী‌তি বিভাগে মোঃ রেজাউর রহমান,  ‌হিসাব‌বিজ্ঞানে মোঃ শ‌ফিকুর রহমান,  রাষ্ট্র‌বিজ্ঞানে  রায়হানুল জান্নাত যোগদান করেছেন।  

কলেজের দর্শন এম. এ. শেষ বর্ষের ছাত্র  ‌মোঃ রিয়াদ মুন্না,  দর্শন (সম্মান) ৪র্থ  বর্ষের ছাত্র এ‌লিন জা‌ভেদ, বিএসএস ১ম বর্ষের ছাত্র শিমুল রায়সহ একাধিক ছাত্রছাত্রীরা মাগুরাবার্তাকে   জানান- কলেজে বিভিন্ন বিভাগে  শিক্ষক স্বল্পতা রয়েছে।  নতুন এই শিক্ষকরা যোগদান করায় কলেজে শিক্ষার আরো উন্নত পরিবেশ তৈরী হবে। এসব শিক্ষকদের হাত ধরেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ তার হারানো গৌরব ফিরে পাবে। তারা নতুন এই শিক্ষকদের স্বাগত জানান।

দর্শণ বিভাগের নতুন বিভাগীয় প্রধান মোঃ আলাউদ্দিন কে কলম উপহার দিয়ে বরণ করে নেন বিভাগের প্রভাষক খান শফিউল্লাহ।

রূপক আইচ, ২ নভেম্বর ১৬