বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
আজ শ্রী শ্রী শ্যামা পূজা বা কালি পূজা। শুভ দিপাবলী। মাগুরা কেন্দ্রীয় কালী বাড়ি মন্দিরসহ আজ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে এ পূজা।

শাস্ত্রিয় মন্ত্র উচ্চারণ আর ঢাক, কাসি, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে মুখর হয়ে উঠেবে মাগুরা কেন্দ্রীয় কালি বাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির।

কালি পূজাকে কেন্দ্র করে মাগুরা নতুন বাজার কালি মন্দিরটিকে সাজানো হয়েছে নানা রংয়ের আলোক সজ্জায়। কোন কোন মন্ডপে আয়োজন করা হবে পাঠা বলির। সন্ধ্যায় বাড়ি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে দূর করা হবে সকল অন্ধকার।

হিন্দু সম্প্রদায়ের শক্তির দেবী শ্রী শ্রী কালি। কার্তিক মাসে অমবস্যার তিথিতে সাধারনত শ্যামা পূজা বা কালী পূজা হয়ে থাকে। জগতের সকল অশুভ অন্ধকার শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের আহবানে  কালী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে পুজার্থী ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে জগতের মঙ্গল কামনা করা হয়।

মাগুরা নতুন বাজার কেন্দ্রীয় কালী বাড়ির সভাপতি খোকন ঠাকুর জানান, এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালী পূজা হচ্ছে। মাগুরা কেন্দ্রীয় কালী বাড়ি মন্দিরসহ নিতাই গৌর গোপাল সেবাশ্রম, ছানাবাবুর বটতলা ও শহরের মেটানিটি পাড়াসহ বিভিন্ন মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মাগুরা কেন্দ্রীয় কালী বাড়ি মন্দিরের নাট মন্ডপে সন্ধ্যায় শ্রী শ্রী চন্ডী পাঠ ও আলোচনা সভা ভক্তিগীতি অনুষ্ঠিত হবে।

 

মাগুরাবার্তা/ ২৯ অক্টোবর ১৬