স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মৌলবাদ ও সন্ত্রাস উচ্ছেদ করে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবী নিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে আজ শনিবার দুপুরে   স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি  ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল,  জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, অধ্যাপক আবু বক্কার সিদ্দিকী, আব্দুল মান্নান ও বাসারুল হায়দার বাচ্চুসহ অন্যরা।

সমাবেশ থেকে  জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অর্থনৈতিক মুক্তির লক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

 

রূপক আইচ/ ২৯ অক্টোবর ১৬