রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’  এই শ্লোগান নিয়ে আগামী ৪ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে আয়কর মেলা-১৬। মাগুরা শহরের সাহাপাড়া মীর তৈয়ব আলী সড়কে অবস্থিত আয়কর অফিস প্রাঙ্গনে ৪দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ নভেম্বর শেষ হবে এ মেলা।

মাগুরার সহকারী কর কমিশনার মোঃ আহসান-উজ-জামান মাগুরাবার্তাকে   জানান- ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। মেলায় সর্বোচ্চ সংখ্যক করদাতার উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যে জেলার সকল অফিস প্রধানকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

এবারের মেলায় সাধারণ করদাতার পাশাপাশি  বিপুলসংখ্যক বৈতনিক করদাতা সেবা গ্রহণ করবেন বলে  আশাবাদ ব্যাক্ত করেন জনাব আহসান ।

তিনি জানান- মেলায় রিটার্ণ ফরম পূরণ করাসহ আয়কর বিষয়ে সকল ধরণের সহযোগিতা করা হবে। এছাড়া  ই-টিআইএন রেজিষ্ট্রেশন ও রি রেজিষ্ট্রেশনের ব্যবস্থাসহ ব্যাংকের অস্থায়ী বুথে করদাতাগণ আয়করের টাকা জমা দিতে পারবেন। মেলায় ভ্যাট ও সঞ্চয় অফিসের পৃথক বুথ থাকায় এ সম্পর্কিত সেবাও পাওয়া যাবে। এবারের মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথেরও ব্যবস্থা করা হয়েছে।

 

মাগুরাবার্তা/ ২৯ অক্টোবর ১৬