বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময়ে বেকার হয়ে যাওয়অ প্রায় ৩শ মৎস্যজীবিদের জন্য সরকারি সাহায্য সহযোগিতা দেয়া নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো: আতিকুর রহমান।
আজ রবিবার তিনি জেলা মৎস্য অফিসার ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারকে এ সংক্রান্ত নির্দেশ দেন। গতকাল শনিবার মাগুরাবার্তায় প্রকাশিত একটি রিপোর্ট নিজ ফেজবুক পেইজে শেয়ার করে জেলা প্রশাসক সংশ্লিষ্ঠদের এ নির্দেশনা দেন।

 

রূপক /মাগুরা/ ১৫ অক্টোবর ১৭

 

মধুমতি নদীকে ইলিশ জোন ঘোষণা না করায় পাচ্ছেনা সরকারি সহযোগিতা

মাগুরায় ৩ শতাধিক জেলে পরিবার বেকার

magurabarta24.com/12990-2/