স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা বাঁশতলা সংলগ্ন ৪ তলা একটি ভবনে মাগুরা সদর ও শালিখা  সার্কেল এএসপি’র নতুন অফিস। আজ রবিবার সন্ধা ৭.৩০ মিনিট পর্যন্ত  এ অফিসের সামনে জাতীয় পতাকা বাঁধা ছিল। বিষয় চোখ টি এড়ায়নি স্থানীয়দের । বেশ কয়েকজন তাদের ফেসবুক পেজে এ ছবি শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।  সদর এর সার্কেল এএসপি আহসান হাবিব কে ফোন দিয়ে জানাতে তিনি মাগুরাবার্তাকে  বলেন, বিষয়টি ভুলবশত হয়েছে।  জানা মাত্রই  পতাকা নামানোর ব্যবস্থা করা হয়েছে।  

জাতীয় পতাকা অধ্যাদেশ ১৯৭২ এ স্পষ্ট করে বলা রয়েছে-  বিশেষ দিবসে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ও অফিস চলাকালিন সময়ে সকাল ৯.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত জাতীয় পতাকা সরকারি অফিস আদালতে উড্ডীয়মান থাকবে। এই নিয়ম এর ব্যাত্যয় জাতীয় পতাকা অবমাননার শামীল।

তবে এটি ভুল নাকি অবহেলা এ প্রশ্ন তুলেছে এলাকাবাসি।

 

 

মাগুরা/ ১৫ অক্টোবর ১৭