বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার নাঘোসা আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেয়ায় সহকারি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে মেয়ের নানা আছাদুজ্জামান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে  মঙ্গলবার স্কুলের ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আছাদুজ্জামান জানান – স্কুলের সহকারি প্রধান শিক্ষক আঃ হামিদ বিশ্বাস বিয়ের প্রলোভন দিয়ে প্রায়ই তার নাতনিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিলো। প্রাথমিক ভাবে মৌখিক নিষেধ করলেও তিনি কর্নপাত না করে আরো বেশী বেপরোয়া হওয়ায় বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। এব্যাপারে মঙ্গলবার দুপুরে স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবকেরা স্কুল ঘেরাও করলে  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ-উদ-দৌল্লা দ্রুত বিদ্যালয়ে উপস্থিতি হয়ে  ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে এক জরুরী বৈঠক করেন। ওই কমিটি অভিযোগ সংক্রান্ত বিষয়ে শুনানীর পর স্কুলের সহকারি প্রধান শিক্ষক আঃ হামিদ কে সাময়িক বরখাস্ত ঘোষনা করেন।

মাগুরা /৩০ মে ১৭