বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক পরিচয় দেয়া অষ্টম শ্রেণীপাশ এক প্রতারককে এক বছরের কারাদন্ড দিযেছে ভ্র্যমমান আদালত। ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার দেব শর্মা সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বুধবার দুপুরে এ কারাদন্ড প্রদান করেন।Magura Vua Doctor Pic 2

ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা জানান- ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক, বিসিএস (স্বাস্থ্য) ও নিউরো মেডিসন বিশেষজ্ঞ পরিচয়দানকারী খোরশেদ আলম ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অজর্ন করেছেন বলে দাবী করার পাশাপাশি ব্যবস্থাপত্রে এ সকল ডিগ্রি উল্লেখ করেছেন। ওই পরিচয়ে তিনি গত দেড় মাস ধরে  মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারি ক্লিনিকে  রোগী দেখে আসছেন।
তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, তার সব সনদপত্রই ভুয়া। যে কারনে ভ্র্যামমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।Magura Vua Doctor Pic 3

মাগুরা  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সুব্রত বিশ্বাস জানান, তারা খোজ খরবর নিয়ে জানতে পেরেছেন খোরশেদ আলম ৮ ম শ্রেণী পাশ। এর অগে সে ভুয়া ডাক্তার হিসেবে ধরা পড়ে কুমিল্লায় ৬ মাস জেল খেটেছে।

রূপক /মাগুরা /১৯এপ্রিল১৭